ঘৃণার কবিতা / সাইফ আলি

হাতটা গুটিয়ে নাও
কথা বলো অন্য কোনো সুরে
কাটাতার গজিয়েছে খন্ডিত বিবেকের ‘পর,
পৃথিবী তোমার নয়, মানুষ তোমার নয়
ভালোবাসা রেখে দাও দাগটানা মাটির ভিতর…

এখানে আপনার মন্তব্য রেখে যান