না, আমি শোকাহত নই / সাইফ আলি

১.
না, আমি শোকাহত নই-
শোক মানুষকে ঘুম পাড়িয়ে দেয়-
যদি শোকের মেয়াদ সর্বোচ্চ তিন দিন হয় তবে
হাজার বছর ধরে জমা হওয়া শোকের পাহাড়
কেনো আমি পিঠে তুলে নেবো?

কালো নয়, টকটকে লাল রং চাই
প্রিয়ার আলতা নয়, বিশুদ্ধ রক্তের লাল…
রাতের অন্ধকার ছিঁড়ে ফেলে চাই
আমার পৃথিবী জুড়ে সূর্য-সকাল।।

এখানে আপনার মন্তব্য রেখে যান