যদি বুঝতেই চাও / সাইফ আলি

মানুষ ভাতের হাড়ি নয়
হৃদয়ের সব কথা বুঝে নেবে একবার টিপে,
মানুষ বুঝতে হলে
হতে হয় সমান মানুষ…

মানুষ এমন কোনো তরকারি নয় যার মশলার ঘ্রাণে
বুঝে নেবে জীবনের সমস্ত আয়োজন তার,
রাধুনী আমার যদি বুঝতেই চাও
বুকের অন্তরালে তালাশি লাগাও…

এখানে আপনার মন্তব্য রেখে যান