বললে তুমি- না / সাইফ আলি

সত্যি কথা বলতে যেয়ে
যেই করেছি হা,
তর্জনিটা ওষ্ঠে রেখে
বললে তুমি- না।

চোখ পাকিয়ে বললে- জীবন
পুতুল খেলা নয়,
সত্য বলে মহৎ সাজার
করছো অভিনয়?

ব্যখ্যা শুনে অবাক হলুম,
নই নাটকের লোক,
সত্য বলে মহৎ সাজার
একটুও নেই ঝোক।

এটুক মানি সত্য বলায়
আসবে প্রতিরোধ,
তাই বলে কি মিথ্যে হবে
সাচ্চা জীবনবোধ!?

এখানে আপনার মন্তব্য রেখে যান