সত্য কথা / সাইফ আলি

বলতে গেলাম সত্য কথা
হাসলে তুমি হি হি
আমি কি তই ঘোড়ার মতো
করতেছিলাম চি হি…!!

কিন্তু যদি মিথ্যা বলে
চাঁদ এনে দিই হাতে,
আনন্দে হও আটখানা আর
স্বপ্নে ভাসো রাতে।

আমার কি আর রাজ্য আছে,
আমি কি আর রাজা?
পেটের দায়ে বেঁচবো নাকি
ভাবছি তিলের খাজা।

প্রেমের আলাপ জমবে ভালো
যার সাথে তার কাছে
খবর নিও- আলাদিনের
চেরাগাটা কি আছে?

এখানে আপনার মন্তব্য রেখে যান