কথাদের পেছনেও কথার বসতভিটে থাকে
দৃষ্টির ঘোলাজলে যেমন বসত করে অসংখ্য জলজ আকুতি
পাখিদের নীড়ে ফেরা এমন কি কবিতার খোরাক বলোতো
তার চেয়ে ঢের বেশি কবিতারা বাস করে না বলা কথায়
তার চেয়ে ঢের বেশি গল্পের পটভূমি খুঁজে পাবে চোখের চাওয়ায়…
এমন অনেক কথা আছে-
মুখ বলে- না না; চোখ বলে- বুঝলে না? তুমি কি অবুঝ…
কখনো আকাশ যদি কেঁদে ওঠে তবে
তুমি কোন কান দিয়ে শোনো,
নদীর বহন করা পাললিক ব্যথাগুলো কে তোমাকে শোনাবে বলোতো…
পাখির কণ্ঠ থেকে বের হওয়া শব্দের সমাধান কে দিয়েছে কবে?
খাঁচার রঙিন টিয়ে রংহীন যে জীবন যাপন করেছে তার ব্যথা,
ময়নার মুখস্থ বুলির অন্তরালে লুকানো যে কথা,
জানালার বাইরে যে কাকের বিকট স্বর শুনে তুমি বিকৃত মুখে
বলছো- আজব এই কাকেদের যন্ত্রনা কার ভালো লাগে?
অথচ সে শব্দের অর্থটা যদি
কোনোদিন বুঝতে হে অবুঝ মানুষ…
পাখিদের পৃথিবীতে থাকতো না খাঁচার অসুখ,
নগরের মুখ দেখে বসতো না কাকেদের সমাবেশ কোনো;
নদীদের গতিপথে জমতো না কৃত্রিম বাঁধ…
কথাদের পেছনেও কথার বসতভিটে থাকে
দৃষ্টির ঘোলাজলে বাস করে মনের কথারা…
কবিতা শুনতে নিচের লিংকে ক্লিক করুন…
এখানে আপনার মন্তব্য রেখে যান