কী গেলাম তন্ময় হয়ে লিখে / সায়ীদ আবুবকর

কী দেখলাম এ চোখে, কী শুনলাম এ কানে, কী ভাবলাম এখানে
এই কদম গাছের নিচে দাঁড়িয়ে অস্থির মনে একা, আর কী সমস্ত ছাইভস্ম গেলাম তন্ময় হয়ে লিখে কালের পৃষ্ঠায়! রেক্টর স্কেলের
ন মাত্রার ভূমিকম্পের পর কী কাব্য অবশিষ্ট থাকে পৃথিবীতে? যখন ধ্বংসের স্তুপ থেকে অঙ্কুরিত হয়ে ফের জেগে ওঠবে হুরের সভ্যতা, যখন রাষ্ট্র ও ভাষার দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে, যখন মানুষ ভাগ হয়ে যাবে চিরতরে আলো ও অন্ধকারের মতো দুই ভাগে, তখন সে মিলনমেলায় আমার একটি পঙক্তিও কি ঠাঁই পাবে কারো হৃদয়কন্দরে? একটি পঙক্তিও কি উচ্চারিত হবে একবারও অনন্তের সেই আনন্দআড্ডায়? কেবলি কি এই কাব্য লিখে যাওয়া তবে সাগরসলিলে আর ধুধু বালুচরে?

২৭.৪.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান