সুযোগ হলো না / সাইফ আলি

জীবনে আমার সুযোগ হলো না সে সুখ দেখার
যে সুখ দেখেছে উড়তে উড়তে একটা ফড়িং
যে সুখ দেখেছে পর্দা বিহীন চোখ দিয়ে মাছ
নদীর তলার নরম পেটের পলি ঘেঁটে ঘেঁটে…

এখানে আপনার মন্তব্য রেখে যান