নাফের বুকে হয়তো কিছু ফানুস ভাসে… / সাইফ আলি

কি ভাষায় করবো প্রকাশ, পাইনে ভাষা
জমাট বাঁধা কণ্ঠে আমার নীল কুয়াশা
স্বপ্ন দেখি গ্রহণকালের পর্ব শেষে
নতুম প্রেমের করবে আবাদ প্রেমিক চাষা

রোহিঙ্গারা প্রেম জানে না বললে তুমি
বাস্তুহারার কান্না তোমার ভাল্লাগে না
মাটির ঘরে সবাই করে বসত শেষে;
তবুও কেনো অহংকারে বাড়াও দেনা?

নাটাইছাড়া ঘুড্ডি হয়ে উড়ছে যারা
তাদেরও এক নাটাই ছিলো ভুললে কিসে?
কাঁটাতারের বাউন্ডারি টেনেই যদি
মানবতার তার ছিঁড়ে যায় এক নিমিশে!

তাহলে আর মানুষ নামে কি যায় আসে;
নাফের বুকে হয়তো কিছু ফানুস ভাসে।

আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ – ১১:৫১ | প্রকাশিত: শুক্রবার ০২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট সংস্করণ, দৈনিক সংগ্রাম