এখন শিশুও শান্তি চায় না, অমৃত চায় না
অমৃতে অরুচি হয়েছে বড়ো
তার পিতা ও মাতার-গুরুজনদের
এখন শিশুও শান্তি চায় না
অমৃতেও নাস্তি।
খোলাপার্ক, ছায়াহ্রদ, ময়দানে
বারুদের বিকট গন্ধ এখন
পৃথিবীর অন্দরে কন্দরে অগ্নিময় সেলেখানা
পা বাড়ালে চোখ খুললেই
কেমন ঝলসে যায় সব।
দেহ, নাড়ী, অন্ত্রনালী, বিপুল করোটি।
আমিও আমার শিশুটির সাথে
হাসির হররা বন্ধ ক’রে দিয়েছি সেই কবে থেকে।
এ সময়ে পৃথিবীতে
সভ্যতার দোরগোড়ায় আমার দায় নেই দু’দন্ড হাসির।
সভ্যতার ক্রীতদাস
এইসব মানব শিশুর দুনিয়া কাঁপানো ঠা ঠা হাসি নেই-
এক ভয়াবহ আণবিক অনিশ্চয়তা শুধু। আণবিক অনিশ্চয়তা
ক্ষুধার্ত শতাব্দী।
ক্ষুধার্ত সভ্যতা। যুদ্ধই একমাত্র আহার তোমার। শান্তি নয় যুদ্ধ।
মন্তব্য করুন