দূর থেকে দেখলাম
আকাশটা মেঘময়
বৃষ্টি বালুচরে জমায় কর্দমা…
আলতো কাশফুল বাতাসে কাঁপছিলো
মায়াবী রোদ্দুরে হালকা তাপ ছিলো
অথচ কাছে যেয়ে হাতটা ছোঁয়াতেই
বুঝেছি নদী নয় তা ছিলো নর্দমা
বৃষ্টি ডাস্টবিনে জমায় কর্দমা।
দূর থেকে দেখলাম
আকাশটা পাখিময়
সোনালী রোদ্দুরে পালক উড়ছিলো…
চোখের পল্লবে মোড়ানো কুঁড়ি তাই
ফুটলো ফুল হয়ে অবাক ইশারায়
অথচ কাছে যেয়ে দেখেছি পাখিহীন
আকাশ জুড়ে শুধু পালক পুড়ছিলো
বেগুনি রোদ্দুরে বিমান উড়ছিলো।
এখানে আপনার মন্তব্য রেখে যান