আহারে বোকা চোখ / সাইফ আলি

ধোঁয়াটে মেঘগুলো চোখের পর্দায়
কখনো সাদাকাশ কখনো বালুচর,
কখনো জানালায় আলতো এলোমেলো
চুলের কারুকাজ কাঁপছে থরথর।

আমি কি অদ্ভুত ভেবেছি গাঙচিল
ছুঁয়েছে বালিয়াড়ি ভিজেছে মরুমন,
অথচ ঘাসফুল, সে ছিলো ফুলহীন
কুয়াশা ঝরেছিলো সকালে কিছুক্ষণ।

আহারে বোকা চোখ কি তোর দৃষ্টি
মেঘ না উড়তেই ভেবেছি বৃষ্টি।

এখানে আপনার মন্তব্য রেখে যান