লক্ষ্য করলাম,
আজকের পত্রিকার পাতায় কোনো মৃত্যুর সংবাদ নেই
নেই কোনো ধর্ষণের রমরমা প্রতিবেদন;
নেই কোনো আত্মহত্যা কিংবা আত্মঘাতি বোমা হামলার সাধারণ চিত্রও।
আতিপাতি খুঁজতে শুরু করলাম কোনো অপঘাত কিংবা সড়ক দুর্ঘটনার নূন্যতম একটা সংবাদের জন্য;
কিন্তু কি আশ্চর্য কোথাও কোনো সংবাদ পেলাম না যা দিয়ে ফেসবুকে কিংবা চায়ের কাপে সামান্য ঝড় তোলার প্রয়াস চালানো যায়!!
এভাবে চলতে থাকলে সকাল বেলায় কফের মতো জমে থাকা গালিটা ফেলবো কোথায়??
এখানে আপনার মন্তব্য রেখে যান