বুদ্ধিজীবি / সাইফ আলি

মেজাজ বুঝে চলছে যারা বলছে কথা তেলতেলে
বুদ্ধিজীবি খেতাব নিয়ে তুলছে বিরাট সুখের ঢেক
তাদের কি আর লজ্জা আছে মিথ্যে কেনো ভয় দেখান
কাউকে তারা ভয় করে না, বীরের বেশে নাম লেখান
স্বদেশপ্রেমী লিস্টিতে;
কান ভিজে যায় শুনলে কথা রসগোল্লার মিষ্টিতে…

টকশোতে যান, পয়শা কামান মুখ বেচে
গোফের ডগায় তা লাগান
বিবেকে দুই ঘাঁ লাগান
তারপরে গান- ফেললি কিরে দেশ থেকে সব সুখ বেচে!!
অথচ সব সুখের মাছি ভনভনিয়ে দুধের ’পর
স্বপ্ন দেখেন মুখের জোরেই দুঃখ যাবে তেপান্তর।

পয়সা পেলে উল্টে যান
ভেলকি দেখান, পল্টি খান
তারপরে গান- বাপরে বাপ,
কেন্ন তো নয়; গোখরো সাপ…!!

একটা কথা শুনুন মশাই কান দিয়ে-
ভাগ্য কি আর ফিরবে এসব ফান দিয়ে?

এখানে আপনার মন্তব্য রেখে যান