একা পথ একা পথিক / সাইফ আলি

একি পথ তুমি একা পড়ে কেনো ভরা রোদ্দুরে
কোথায় তোমার অগণিত সব ভক্ত পথিক
তুমি দেখি আজ আমার মতোই একাকি প্রেমিক
আমার মতোই চিনতে পারোনি চেনা বন্ধুরে।

আমার মতোই কেটে গেলো সারা সকাল সন্ধ্যা
নির্জনে একা নির্বাক চেয়ে অসীম প্রান্তে
তবু কেনো আজ এলো না পথিক একথা জানতে
তোমার এ বুকে পড়েছিলো কিনা রজনিগন্ধা।

এতো ভালোবাসা কোথায় পেয়েছো খসখসে গায়
সেও শুধু বলে আমার শরীর কৃষ্ণ পাথর
সে পেয়েছে দেহ-রক্ত-মাংশ-কামুক আতর
পৌঁছেনি কভু হৃদয় গভীরে ভরা জোসনায়।

তোমাতে আমাতে এতো মিল যদি আজ এ বেলায়
তুমি হও আমার একাকিত্বের পরম সঙ্গী
আমি আর তুমি অসম্ভবের বাঁধন ভঙ্গি
এক হয়ে যাই পথ-পথিকের এই মোহনায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান