এমন এক যাত্রার আয়োজন করো / সাইফ আলি

এমন এক যাত্রার আয়োজন করো
প্রিয়ার কাজল ধোয়া চোখে গর্ব আর ভালোবাসা ছাড়া কষ্টের ছোঁয়াও না থাকে…

যে কান্না কষ্টকে মুছে দেয় তাকে বলো
সব কষ্টের সমাধি রচনা করে তবেই যেনো সে ফিরে আসে;
যে অশ্রু ভালোবাসার প্রবাহ অক্ষুণ্ণ রাখে তাকে বলো-
প্রতিদিন রাতে অন্তত একবার ঝরে পড়ে সেজদার ভুঁয়ে।

হে পথিক, এমন কি পথ আছে কোনো;
যে পথ চলতে যেয়ে ব্যথার শরীর কেউ ছোঁয় নি কখনো?
তবে আর দেরি কেনো? এমন এক যাত্রার আয়োজন করো,
প্রিয়ার কাজল ধোয়া চোখে গর্ব আর ভালোবাসা ছাড়া কষ্টের ছোঁয়াও না থাকে…

এখানে আপনার মন্তব্য রেখে যান