- জনাব কি চিন্তিত?
- না, চিন্তিত হওয়ার মতো কিছু কি ঘটেছে এখানে?
- তবে?
- তবে আর কি? দেখছিলাম শতাব্দীর শ্রেষ্ঠ ফটোগ্রাফ;
উটপাখি নয়, একটা মানব শিশু সভ্যতার উলঙ্গ নৃত্য থেকে নিজেকে বাঁচাতে
কি দারুণ মুখ গুঁজে পড়ে আছে ব্যথিত কাদায়… - ও আচ্ছা, এ আর নতুন কি জনাব-
- নতুন তো নয়, সমুদ্রবিলাসী আয়লান কুর্দির মতোই এ এক পুরোনো খবর;
আমি শুধু ভাবছিলাম- আমাদের চোখ দুটো কেমন পাথর হয়ে গেছে,
যান্ত্রিক ক্যামেরায় ধারণকৃত এ দৃশ্য
কেমন মানানসই হয়ে গেছে এখানে এখন!!
আমরা বাঘের জন্য মিছিল করেছিলাম
আমরা কুকুরের মতো ঘেউ ঘেউ করে কেঁদে উঠেছিলাম টুইন-টাওয়ার ধ্বসে পড়ায়,
আমরা কেঁদেছিলাম, কারণ সে খবর মিডিয়ার হটকেক ছিলো।
যান্ত্রিক গোলোযোগের কারণে আজ আর কান্না আসে না… - জনাব, আপনি বিশ্রাম করুন; আপনার বিশ্রামের প্রয়োজন।
এখানে আপনার মন্তব্য রেখে যান