কেমন লজ্জার ব্যাপার না? আমি বললাম।
কিসের লজ্জা, বৎস?
এইভাবে বারবার তওবা করে করে তওবা ভঙ্গ করা, তারপর আবারও তওবা করা! একটা কুকুরও তো দশবার ভুল করে দশবার লাথি খাওয়ার পর ফিরে যায় না আর তার মনিবের বাড়ি।
লজ্জায় আমরাও যেতাম না ফিরে, যদি থেকে যাওয়ার মতো থাকতো কোনো ঠাঁই। হায়, মানুষ কোথায় লুকায় মুখ, তাঁর চোখ তো সবখানেই আছে ফেলা। এসব লজ্জার ব্যাপার নয়, বৎস; বাঁচামরার খেলা-খেললে খেলার মতো খ্যালো; তওবাই এ খেলার আসল কলকাঠি।
২২.৯.২০১২ মিলনমোড়, সিরাজগঞ্জ