কাঠের পুতুল / সাইফ আলি

চেতনার লাল-নীল ঘোড়া দাবড়িয়ে
সমাজের নেতাদের শুধু থাবড়িয়ে
যারা মনে করছেন হলো বুঝি কাজ
আসলে তারাই সব মূর্খ সমাজ…

মূর্খ এ তকমাটা হতে পারে ভুল
মূলত তারাই সব কাঠের পুতুল।

এখানে আপনার মন্তব্য রেখে যান