বৃষ্টিক্লান্ত সন্ধ্যার পথে
রাতের অন্ধকার পায়ে পায়ে এসেছিল
আমার উঠোনে
আমি তার করিনি দাওয়াত
কুরসিও দিইনি এগিয়ে
শুধু অন্ধের দুইখানা হাত
ছুঁয়েছিলো শীতল শরীর-
মেঘের চাতাল থেকে ফিরে আসা শীতল বাতাস
দরজার পাল্লা নাড়িয়ে
হুড়পাড় ঢুকে গেলো ঘরের ভেতর
আকাশে তখনো ম্লান আলো
সে আলোয় দোল খায়
অন্ধকার বৃক্ষের ডাল
আজ শুধু মেঘছেঁড়া পূর্ণিমা চাঁদের আকাল।
এখানে আপনার মন্তব্য রেখে যান