রেত / সায়ীদ আবুবকর

করাতে কাটে না, গুঁড়িগুলো তাই
পড়ে আছে অনাদরে;
নস্যি টেনে টেনে মিস্তিরির কাটে দিন;
তক্তা নেই, ফার্নিচারও নেই তাই।
রেতের অভাবে পড়েছে অচল হয়ে
সৌখিন কাঠের শিল্প তার।

১৭.১১.২০১২ মিলনমোড়. সিরাজগঞ্জ

এখানে আপনার মন্তব্য রেখে যান