জমাট বাধা অন্ধকারে জ্বালাও তুমি যেই আলো,
আমি, সেই আলোতে পথ চলেছি
হে দয়াময় সুখ জ্বালো,
আমর মনের অন্ধকারে হেদায়াতের নূর ঢালো।।
মরূর বুকে ফুল ফুটেছে তোমার রহম বৃষ্টিতে
অন্ধরা সব পথ দেখেছে যে নূর মাখা দৃষ্টিতে
সে নূর তুমি দাও হে প্রভূ আমার চোখের অন্দরে
ভিড়াও তোমার রহমতেরই জাহাজ আমার বন্দরে
হঠাৎ রাতের অন্ধকারে জোনাক যেমন চমকালো।।
ঐ পাহাড় আর ঐ নদীরা
যেই নূরেতে পাগলপারা
আত্মহারা ঝরণা বয়,
চন্দ্র-সূর্য যে নূর দেখে
ম্লান হয়ে যায়, মুগ্ধ হয়
সে নূর আমার কলবে জ্বালো,
জালাও আলো দয়াময়…
অবাক হাওয়া যাচ্ছে বয়ে সুরের সকল তার ছুৃঁয়ে
মনের গহীন অতল তলে সব চেতনার ভুঁই রুয়ে
তোমায় আমি খুঁজছি প্রভু দাওনা খুলে দ্বারখানি
বানাও আমায় তোমার নূরের ছোট্ট প্রিয় নূরদানি
এই হৃদয়ের অন্ধকারে হেদায়াতের নূর ঢালো।।
এখানে আপনার মন্তব্য রেখে যান