দুঃখ কোথায় রাখি !
নিজের ঘরে নিজেই যেন
বন্দী খাঁচার পাখি
আপন ভাবি কারে ?
মুখোশ পরা মুখগুলো সব
দেখছি বারে বারে
নানান ছলে বলে-
এক এক করে সবাই গ্যাছে
স্বার্থপরের দলে
কেউ কারো নয়, আহা !
‘সবার তরে সবাই’ এসব
মিথ্যা কথা ডাহা।
দুঃখ কোথায় রাখি !
নিজের ঘরে নিজেই যেন
বন্দী খাঁচার পাখি
আপন ভাবি কারে ?
মুখোশ পরা মুখগুলো সব
দেখছি বারে বারে
নানান ছলে বলে-
এক এক করে সবাই গ্যাছে
স্বার্থপরের দলে
কেউ কারো নয়, আহা !
‘সবার তরে সবাই’ এসব
মিথ্যা কথা ডাহা।
এখানে আপনার মন্তব্য রেখে যান