ভাবতে পারো তোমার থেকে
হয়তোে আমি অনেক দূরে…
কিন্তু কেবল আমিই জানি, কতোখানি
তোমার ভেতর আমার প্রবেশ।
তোমার ভেতর…
বাইরে শুধু চোখ রেখে তাই
ভাবছো বৃথাই।
তুমি আমার শেকড়। আমি
তোমায় ভুলে থাকতে পারি? ছাড়াছাড়ি
দূরের কথা। বাস্তবতা এই হলো যে-
আমার শিরা উপশিরায় তোমার উপস্থিতির কথা
সবাই জানে।
আর,
আমার প্রতি তোমার যতো মান অভিমান
ক্ষমা করো, রাগ করো না।
যে যাই বলুক-
তোমার চেয়ে আমায় ভালো কেউ জানে না।
তুমি আমার মায়ের মতোন
এমন করে কেউ কখনো আমার মাথায় হাত রাখেনি
এত্তো কাছে কেউ থাকেনি।
আমি তোমার সাথেই আছি।
এখানে আপনার মন্তব্য রেখে যান