দায় / আলি মেসবাহ

তোহাইত নয়, মুখ থুবরে যে পড়ে আছে
বিশ্ব বিবেক নাফ কিনারে,
তোমাদের মানবতা কাগজে কলমে শুধু
চাপা পড়ে আছে বুক ইনারে।

শিশুরা জানেনা কোনো ধর্ম ও বর্ণ কি
শিশুরা বোঝেনা কোনো যুদ্ধ,
তবুও মানুষ তুমি পিশাচের মতো আজ
শিশুদের খুনে উদ্বুদ্ধ…!

তোহাইত, আয়লান একে একে মরে যায়
রেখে যায় অভিশাপ তপ্ত,
সকলেরই কাঁধে এই নির্মমতার দায়
আমরা সবাই অভিশপ্ত।

এখানে আপনার মন্তব্য রেখে যান