পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না এমনি সে সুর
ভেসে ভেসে রাত্রিভর বাতাসের বুক চিরে তোমাদের কাছে
যেতেই তোমরা সব বিস্ময়ে হা হয়ে গেলে- আজো আছে
এমন পাগল এই পৃথিবীতে; আজো যারা সকাল দুপুর
আজগুবি কথা বলে, মিছেমিছি পিটায় এ ঢোল-
পায়রার পিঠে চড়ে শান্তি বেগম এলেন, বলে গেলেন
পৃথিবীতে আর কোনো অশান্তি নেই, যুদ্ধ নেই
নেই কোনো যুদ্ধবাজ এইসব আবোল-তাবোল।
পৃথিবীতে প্রেমহীন কেউ আর থাকবে না এমনি সে সুর
উপহাস ঠেলে ঠেলে সকাল দুপুর
তবু ছুটে যায়
দরজার কড়া নাড়ে; জানালায় বসে
দ্বিধাহীন বসে পড়ে ভাঙা চোকিটায়
পৃথিবীতে প্রেমহীন কেউ থাকবে না আর
বলে বার বার…
এখানে আপনার মন্তব্য রেখে যান