আজ এই আবেগঘন দিনে
একটা কালো চশমা নেবো কিনে
না হয় কিছু মরছে মানুষ-টানুষ
ওসব আমি দেখতে কেনো যাবো?
ওপাশে কেউ করলে আহাজারি
সামলে নেব আবেগ তাড়াতাড়ি
না হয় কোনো ক্ল্যাসিকাল মিউজিকে
ধীরে ধীরে এই দেহ নাচাবো।
আমার কাজ তো জলকে করা ঘোলা
সামলে রাখা নিজের ঝুলি ঝোলা
মর্জি মতো তিলকে করা তাল
মর্জি মতো চুপটি মেরে থাকা
‘বুদ্ধিজীবি’ তকমা ধরে রাখা।
এখানে আপনার মন্তব্য রেখে যান