এতদিন কেবল মানুষই উঠতো এ সিঁড়ি দিয়ে
উপর তলায়। কিছু গরু
আজকে হঠাৎ উঠে গেল মানুষের সাথে
পাশাপাশি। মানুষের সাথে কি-চমৎকার খোশগল্প
করতে করতে উঠছিল তারা! দেখে বলাবলি করছিল লোকে,
এখনই বরং সুন্দর লাগছে সব; এখনই বরং আদর্শ সচিবালয় বলে
মনে হচ্ছে এ সচিবালয়টাকে।
২৬.৫.২০১৩ মিলন মোড়, সিরাজগঞ্জ