মাঝে মাঝে ইচ্ছে করে এইসব ফাইল-টাইল ছুড়ে ফেলে
কৃষক হয়ে যাই।
কোমরে গামছা বেঁধে, কঠিন কোদাল নিয়ে হাতে
আগাছার মুখোমুখী দাঁড়াই একবার
আবাদযোগ্য ফের করে তুলি সোনার জমিন।
ফলা হাতে হানা দিই শ্বাপদের অভয়ারণ্যে…
১১.১২.১৬
মাঝে মাঝে ইচ্ছে করে এইসব ফাইল-টাইল ছুড়ে ফেলে
কৃষক হয়ে যাই।
কোমরে গামছা বেঁধে, কঠিন কোদাল নিয়ে হাতে
আগাছার মুখোমুখী দাঁড়াই একবার
আবাদযোগ্য ফের করে তুলি সোনার জমিন।
ফলা হাতে হানা দিই শ্বাপদের অভয়ারণ্যে…
১১.১২.১৬
এখানে আপনার মন্তব্য রেখে যান