ইচ্ছে হলে ইচ্ছেটাকেই ঘুরিয়ে এনে
দুই কদম
ফেলবো দম,
তার আগে না…
ইচ্ছে হলে ইচ্ছেটাকেই ঘুড়ির মতো দূর থেকে
নাটাই হাতে লাট খাওয়াবো
যুতকাঠিতে মারবো টান,
তার আগে না।
ইচ্ছে হলে ইচ্ছেটাকেই বৃষ্টিকাদায় ছেনবো খুব
নয়তো মেঘের মহল্লাতে রাখবো দু’দিন আর দু’রাত
ইচ্ছে হলে সঙ্গে নিয়ে নদীর জলে মারবো ডুব,
নয়তো এবার সত্যি করে ছুঁয়েই দেবো বজ্রপাত…
ইচ্ছে হলে ইচ্ছেটাকেই মানুষ করে ফেলবো আর
ইচ্ছে ডানায় ভর করে
একটুও না ডর করে
আকাশ নীলে ছুট দেবো
লজ্জিত চিরকুট দেবো…
বলবে লোকে চমৎকার…. চমৎকার…..
এখানে আপনার মন্তব্য রেখে যান