আমরা যারা সকাল হলেই মুখ ধুয়ে নিই দাঁত মাজি
নাস্তা করে অফিস যাই
তাদের কি আর শীত লাগে?
শীত আসে ঐ পথের পাশে কাঁপতে থাকা শিশুর গায়
শীত আসে যার মাথার উপর ছাদ থাকেনা রাত্রিদিন, তার দেশে।
আমরা বড় দুঃখ করে ভাবতে থাকি খেজুর রস এবং ভোরের সূর্যস্নান;
কিন্তু ওদের দুই পাটি দাঁত গেতেই থাকে শীতের গান।
এখানে আপনার মন্তব্য রেখে যান