বিজয় বুঝেছি বিজয় বুঝিনি আবার
ফুসরত কই এইসব নিয়ে ভাবার
মুখে মুখে শুধু বিজয়ের গান ফোটে
বিজয় এসেছে বিজয় আসেনি মোটে
বিজয় আসেনি চিন্তায় চেতনাতে
বিজয় আসেনি ক্ষুধিতের খালি হাতে
বিজয় আসেনি কলমের মজলিশে
বিজয় এসেছে ক্ষমতার ঠোঁটে ঠোঁটে…
বিজয় দিবস তাৎপর্যটা বুঝিয়ে বললে বুঝি
পরাজিত এক মন নিয়ে আজো বিজয়ের সুখ খুঁজি…
এখানে আপনার মন্তব্য রেখে যান