আসুন, একদলা অহমিকার কফ ছুড়ে দিই সাগরের জলে
লবনজলের ছোঁয়ায় তা পরিশুদ্ধ হয়ে উঠুক সরল মানবিকতায়
একমুঠো আকাঙ্ক্ষার দুঃখ ছুড়ে দিই ঝরনার বুকে
মৃত জীবাশ্বার মতো ভেসে যাক বহুদূর, আর
মৃত স্বপ্নগুলোকে রাখুন নরম পলিতে;
জীবন্ত ব্যকটেরিয়ার পাকস্থলিতে জমা হোক বিশুদ্ধ বৃক্ষের সার-
আপনি কি গতকাল জানাজায় শরিক ছিলেন
যখন আমরা সবাই সভ্যতার রূহের মাগফিরাত কামনা করলাম;
আর বললাম, ‘আপনাদের কারো কাছে যদি সে দায়গ্রস্থ থাকে…’
এখানে আপনার মন্তব্য রেখে যান