আমার একটা স্বপ্ন ছিলো লাল টুকটুক
এবং একটা ইচ্ছে ছিলো সবুজ রঙের
আমার একটা দৃষ্টি ছিলো আসমানি রঙ
এবং একটা প্রস্তাবনা কাফন শাদা…
এইযে আমার বুক পকেটে নীলচে আকাশ
এবং ধুসর বাস্তবতায় গড়ছি বাড়ি
তাই বলে সেই রঙধনুটার সাতরঙা মন
যায়নি মরে উঠবে হেসে যখন তখন।
এখানে আপনার মন্তব্য রেখে যান