আমার বড্ড মেঘ হতে চায় মন
তুই কি আমার বৃষ্টি হবি, বল-
আর যদি হই ছোট্ট পুকুর
তুই কি হবি জল?
সকাল বেলার শিশির হলে
তার বুকে হোস রোদ,
আর যদি তুই ঢেউ তুলে দিস
সাগর হবো খোদ-
কিন্তু যদি অশ্রু হয়ে ঠাই নিতে চাস চোখে,
আমার কথা বাদই দিলাম; বলবে কি বল লোকে?