আমি তার ভেতরের শীতলতা বুঝি
তোমরা ছুঁয়েছো তার শরীরের উত্তাপ শুধু
আমি তার ফেলে আসা পথে পথে খুঁজি
মুখচোরা ভালোবাসা এবং কাঙাল সেই নদী
নিরবধি যার শুধু শূন্যতা বুকে নিয়ে চলা…
যার কোনো কথা নেই তার থাকে এমন আকাশ
গল্পেরা তারা হয়ে জ্বলে;
তার থাকে এমন সাগর
কবিতার ঢেউ তোলে নীল ফেনা ব্যথার আধার-
আমি তার ভেতরের ভাত টিপে টিপে
জেনে নিই হাড়ির খবর,
সে এখন ভালো আছে, সুখে আছে বলবো না তবু।
মন্তব্য করুন