রুচিতে আসে না আর মুরগির ঝোল
সূচিতে চিকেন ফ্রাই, বার্গার, রোল
রুচিতে আসে না আর শেমাই পায়েশ
ফ্রেন্স ফ্রাই সসে আনে ভোজনে আয়েস
তারপর কোল্ড ড্রিংক্স; আছে হট ডগ,
বিদেশী মদের মোহে ঘোড়া টগবগ।
বাঙলিয়ানায় তবু মুখে ফোটে খই
তাদেরই আমরা আজ আধুনিক কই!!
আধুনিকতার তবে টাটা গুড বাই-
আমরা খ্যাতের দল, খ্যাত থেকে যাই।
এখানে আপনার মন্তব্য রেখে যান