আমি চাই / সাইফ আলি

আমি চাই তুমি পরজীবী লতিকার মতো
আষ্টেপিষ্টে ধরো আমার শরীর
শুষে নাও সবটুকু ভালোবাসা
আর আমি সেই বৃক্ষের মতো
নিঃশেষ হয়ে যাই প্রতিদিন তোমার ছোঁয়ায়…

আমি চাই তুমি বেড়ে ওঠো শস্যের মতো
লাঙলের ফলা দিয়ে চিরে দিক কেউ
আমার নরম বুক তবু, তোমার জন্য হোক
নরম দোআঁশ…

আমি চাই তুমি খাঁচার পাখিটা হও,
খাঁচা হোক বুকের পাঁজর;
হৃৎপিণ্ডের মতো আগলিয়ে রাখি
মৃত্যু অবধি…

এখানে আপনার মন্তব্য রেখে যান