ভালো নেই কেউ-
ভালোথাকা ভালো নেই
ভালোলাগা ভালো নেই
ভালো লেখা ভালো নেই
ভালো আঁকা ভালো নেই
ভালো নেই যেই মুখ ভালো রাখে সেও…
ভালো নেই সমুদ্র ভালো নেই ঢেউ
ভালো নেই ঝর্ণা অথবা নদী, কেউ;
ভালো নেই কাশবন অথবা ফুলের টব
ভালো নেই আমাদের লোকগাঁথা, উৎসব
ভালো নেই সাহিত্য, শিল্পের ঘরদোর
ভালো নেই আমাদের মন
তবুও থাকছি ভালো প্রতিদিন হাসিমুখ
কি দারুণ নিদারুণ চলে আয়োজন…
এখানে আপনার মন্তব্য রেখে যান