উৎসর্গ কবিতা:তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো / সায়ীদ আবুবকর

উৎসর্গ
আলমা লোরেনা লোপেজ ভেলাজকুয়েজ

এখানে যখন সন্ধ্যা ঘনায়
তোমার ওখানে দিনের শুরু;
রাত্রি এগোয় সাপের ফণায়,
কাঁপে আতঙ্কে হৃদয়, ভুরু!

ওখানে যখন রাত নেমে আসে,
দোয়েলেরা দেয় এখানে শিস;
তরাসে তোমার গা ঘেমে আসে,
যেনবা বাতাসে সাপের বিষ