শিক্ষা / সাইফ আলি

বই কেড়ে নিস মই কেড়ে নিস
রাস্তা দেখাস ভুল,
বই পড়াতেই খুলিস আবার
নতুন এক স্কুল-
এ বই তোদের থিউরি মানে
এ বই তোদের খাস,
তাইতো দেখি এ বই পড়ে
দুর্নীতি হয় চাষ।
এ বই শেখায় পরের মাথায়
ক্যামনে মারে বাঁশ…

শিক্ষা যদি শিক্ষা দেবে
কলমের এক খুঁচায়
ক্যামনে মারে পয়সা-কড়ি
ক্যামনে ওঠে উঁচায়;
কেমন করে তেলির পাছায়
তেল দিয়ে সব ছুচায়-
তাহলে আর শিক্ষা নিয়ে
কি লাভ বারমাস?
শিক্ষিতরাই আজকে দেশের
করছে সর্বনাশ।

এখানে আপনার মন্তব্য রেখে যান