একটা বাশের বাঁশির বুকে
বাজলো নানান সুর,
একটা পাতার শরীর জুড়ে
ঝলমলে রোদ্দুর-
সেই বাঁশি সেই পাতার সাথে
সখ্য ছিলো যার
সে ছিলো এক গাঁয়ের চাষা
চিনতো না কেউ তার।
কিন্তু যখন তার ফলানো
প্রেমের ফসল ওঠে,
সেই জিতে যায় ভালোবাসার
মুচকি হাসি ঠোঁটে।
একটা বাশের বাঁশির বুকে
বাজলো নানান সুর,
একটা পাতার শরীর জুড়ে
ঝলমলে রোদ্দুর-
সেই বাঁশি সেই পাতার সাথে
সখ্য ছিলো যার
সে ছিলো এক গাঁয়ের চাষা
চিনতো না কেউ তার।
কিন্তু যখন তার ফলানো
প্রেমের ফসল ওঠে,
সেই জিতে যায় ভালোবাসার
মুচকি হাসি ঠোঁটে।
এখানে আপনার মন্তব্য রেখে যান