তুমি ছিলে কবিতার মতো
কখনো অক্ষরবৃত্ত কখনো বা মাত্রাবৃত্ত
কখনো আবার স্বরবৃত্তের মতোই
বেজে উঠতে হঠাৎ…
বলেছিলাম, শুকনো পাতার বুকে
এলোমেলো রোদ হলে তুমি
আমি হবো ঝরঝরে হলুদ সে পাতা;
কবিতার খাতা-
তুমি ছিলে কবিতার মতো
কখনো অক্ষরবৃত্ত কখনো বা মাত্রাবৃত্ত
কখনো আবার স্বরবৃত্তের মতোই
বেজে উঠতে হঠাৎ…
বলেছিলাম, শুকনো পাতার বুকে
এলোমেলো রোদ হলে তুমি
আমি হবো ঝরঝরে হলুদ সে পাতা;
কবিতার খাতা-
এখানে আপনার মন্তব্য রেখে যান