হলুদ এবং কুকড়ানো পাতার ফটোগ্রাফ / সাইফ আলি

তুমি ছিলে কবিতার মতো
কখনো অক্ষরবৃত্ত কখনো বা মাত্রাবৃত্ত
কখনো আবার স্বরবৃত্তের মতোই
বেজে উঠতে হঠাৎ…

বলেছিলাম, শুকনো পাতার বুকে
এলোমেলো রোদ হলে তুমি
আমি হবো ঝরঝরে হলুদ সে পাতা;
কবিতার খাতা-

এখানে আপনার মন্তব্য রেখে যান