ছুটছি আমি ছুটছি
এক বৃত্তের চারপাশ
রাস্তার পর রাস্তা
এক মিথ্যে অভিলাস
ছুটছি আমি ছুটছি
জানি থামতেই হবে তবু
কবরের ঘোর আঁধারে
শেষ নামতেই হবে তবু
ছুটছি আমি ছুটছি…
ছুটছি আমি ছুটছি।
কি যে চাচ্ছি
কত পাচ্ছি
নেই হিসেবের কোনো খাতা
শেষমেশ জানি সত্য
এক জীবনের হালখাতা…
দেনা-পাওনার কিছু অংক
তবু ঝুলছে;
আহা ঝুলছে…
এখানে আপনার মন্তব্য রেখে যান