যেভাবে জিউস রাজহাঁস হয়ে নেমে এসেছিল লেডার উপর,
অতঃপর বন্য সহবাসে তাকে করেছিল দুই আগুনের মাতা,-
সেভাবেই জংলি বৃষ্টি আজ রাতে মেতেছে আদিম নিখাঁদ বর্বর
সংগমে মহাপৃথিবীর সাথে; আনন্দে কৃষক হিসাবের খাতা
খুলে বসে আছে স্বপ্নের ভেতর- নতুন ফসলে ভরবে সে গোলা।
ফিসফিস করে কারা কথা কয় প্রণয়ের কথা নিশুতি এ রাতে
অথৈ অন্ধকারে, যার প্রতিধ্বনি দিগন্তে নিখিলে দিয়ে যায় দোলা?
যেন কথা নয়, দুটি হৃদয়ের উত্তাল ধুকপুক দুজনের সাথে
বাড়ি খায় বুকে বুকে। এই নিশি, তুমুল বৃষ্টির প্রমত্ত এ নিশি
যেন বসন্তের রূপকথারাত। রূপে-রসে-গন্ধে বিশ্বচরাচর
করে আজ মৌ মৌ। অরণ্যে অরণ্যে নেমেছে মৌতাত। কৃষক ও কৃষি
প্রাণের জোয়ারে ভাসছে উত্তাল। মহেঞ্জোদারোর ভাঙাচুরো ঘর
ভরে যাবে ফের নতুন আলোয়, সুবাসে ও শস্যে। ভরিয়া পরাণ
শুনিতেছি শুধু বরিষার সাথে মহাপৃথিবীর মিলনের গান।
২১.৬.২০১৪ ঢাকা টু সিরাজগঞ্জ বাস
এখানে আপনার মন্তব্য রেখে যান