সেই কবে যেনো চাঁদটাকে গিলে খেয়েছিলো পূর্ণিমা
তারপর থেকে অমাবশ্যার জয় হলো চারদিক
তারপর থেকে কবিতার কোনো ঠিক নেই দাঁড়ি কমা
তারপর থেকে প্রেমের বোতলে কষ্টই শুধু জমা…
সেই কবে যেনো মরিচিকা এসে বলেছিলো মরুভূমি
তারপর থেকে পলির বদলে কষ্ট বয়েছে নদী-
নগরের প্রিয় ফুটপথ ফেঁটে চৌচির হলো ক্রোধে;
জানালার সব শিক ধরে ধরে ঝুলে গেলো পোঁড়া সুখ।
সেই কবে যেনো আকাশের গায়ে বিষাদের নীল রঙ
পাহাড়ের সব পাথরের খাঁজে বেড়ে ওঠা বৃক্ষেরা
একসাথে গেয়ে উঠেছিলো- সুখ আয়…
সুখ পাখি তবু আলেয়ার মতো হাতছানি দিয়ে যায়।
এখানে আপনার মন্তব্য রেখে যান