উল্টানো ছবিটার তবিয়ত ঠিক নেই
ঠিক নেই ফ্রেমটার ধর্মের,
ডান-বাম ঠিক নেই ভসকানো চেহারাটা
ব্যপারটা খুব নাকি শরমের;
চোখ দু’টো তবু ঠিক বাস্তব যেনো সব দেখছে
হাতে ধরা কলমটা গোপন হয়তো কিছু লেখছে।
উল্টানো ছবিটার তবিয়ত ঠিক নেই
জ্বর জ্বর কপালটা পুড়ছে,
ভসকানো ফ্রেমটার প্রেমের বাউন্ডারি
পার হতে শুড়ঙ্গ খুঁড়ছে…
এখানে আপনার মন্তব্য রেখে যান