আর কি কি শেখাবেন / সাইফ আলি

আর কি কি শেখাবেন
দেখাবেন, শোনাবেন;
কত ধানে কত চাল
সেটাও কি গোনাবেন?
বলবেন, ডলবেন
চলবেন নিজেদের ইচ্ছায়…
আমরা খাঁচার তোতা
শেখানো বুলিতে মজে গান গাই-
এমনটা ভাববেন, ভেবে নেন
দোষ নেই,
কিন্তু ভাবেন যদি গোখরোর ফণা নেই
ফোস নেই,
তাহলেই মরবেন
দুইকান ধরবেন
উঠবস করবেন
লাভ নেই;
জনতার সাথে যার ভাব নেই।

ভরসাটা ভেঙেছেন
দুই হাত রেঙেছেন রক্তে,
স্বার্থের মোহে বড় মেতেছেন
ক্ষমতার তখতে।

ইতিহাস বার বার ঘুরে ফিরে বলে যায়
জালিমের ঠাই নাই ঠাই নাই,
তবুও জালিম যারা মিথ্যে ঘোরের পাকে
সত্যের দেখা জানি পায় নাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান