তোমার আঁধার আমাকে কিছুটা দিও / সাইফ আলি

আজ সারারাত ঘুরপাক খেয়ে আকাশের চোরা রাস্তায়
তারার ভর্তা মেলে ধরি যদি কাল সকালের নাস্তায়
তুমি কি আমার সঙ্গে বসবে খেতে;
নাকি রোজকার আাঁধার চুমুকে আবারো উঠবে মেতে?

আজ সারাদিন ব্যস্ততা কাঁধে ঘুরে ঘুরে অলিগলি
সন্ধ্যায় এসে দেখলাম ফাঁকা তোমার শহরতলি
নিঃসঙ্গতা ঘিরে রাখে খুব তোমার অপ্রিয় চারপাশ;
এদিকে আমার সারারাত চলে স্বপ্নের সাথে সহবাস।

প্রিয়,
তোমার আঁধার আমাকে কিছুটা দিও-
সেখানে আলোর ঝারবাতি জ্বেলে করে দেবো স্বরণীয়…

এখানে আপনার মন্তব্য রেখে যান