যখন চেতনা লোপ পায় / সাইফ আলি

যখন চেতনা লোপ পায় শত চেতনার কষাঘাতে
মানুষের কথা ভাবতেই ঘুম ছুটে যায় শেষরাতে
তখন তোমার মায়াবী সুরের মুর্ছনা ভেসে আসে
মদিনার সেই সুর-
প্রভূ গো আমার সরল পথের সন্ধান কত দূর….

এখানে আপনার মন্তব্য রেখে যান